হরতাল-অবরোধ চলাকালে বুধবার রাজধানীতে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সন্ধ্যা পৌনে ৭টার দিকে জুরাইনের রেল গেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এছাড়া, যাত্রীবাড়ীর গোলাপবাগে ডাচ বাংলা ব্যাংকের সমনের সড়কে শিকড় পরিবহনের (ঢাকা মেট্রো-১৪১৯) একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সায়দাবাদ পুলিশ ফাঁড়ির সামনে একটি গাড়িতে আগুন দেয়া হয়। রামপুরায় হরতাল সমর্থনে বের করা মিছিল থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-৪৯৩৬) আগুন দেয়া হয়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়।