কোকোর চেহলামে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

Slider টপ নিউজ

66333_bnp

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম অনুষ্ঠিত হয়েছে। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ উপলক্ষে দিনভর কোরআনখানি, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ২০ জন আলেম-ওলেমা অংশ নেন। এর আগে সকাল সোয়া ১১টায় হাফেজ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বাড্ডা আজিজিয়া হাফেজিয়া এতিমখানা থেকে ৬ জন হাফেজ গুলশান কার্যালয়ে যান। মুফতি এমএম আশরাফুল আলমের পরিচালনায় বিকালে আরাফাত রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দোতলায় নিজের কক্ষে বসে দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় তিনি ছেলের জন্য দোয়া করেন। সেই সঙ্গে তিনি দেশবাসীর কাছে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চেয়েছেন। এদিকে কার্যালয়ে ভেতরে অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারিরা মিলাদ মাহফিলে অংশ নেন। এদিকে আরাফাত রহমান কোকোর চেহলামে অংশ নিতে খালেদা জিয়ার কার্যালয়ে যান প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এবং সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান। এছাড়া চেহলাম উপলক্ষে বিএনপি ও অঙ্গদলের শতাধিক কর্মী-সমর্থক ও কিছু সাধারণ মানুষ খালেদা জিয়ার কার্যালয়ে সামনে জড়ো হন। তারা দোয়া মাহফিলে অংশ নেন। উল্লেখ্য, মালয়েশিয়া অবস্থানরত খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো গত ২৪শে জানুয়ারি কুয়ালালামপুরের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *