রিয়াদ বাংলাদেশ ইন্টা. স্কুল এন্ড কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠান

টপ নিউজ শিক্ষা সারাবিশ্ব

30
আমিন মোহাম্মদ
সৌদি আরব ব্যুরো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
রিয়াদঃ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রিয়াদ (ইংলিশ শাখা) এর গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০১৪ বৃহপস্পতিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

২০১৪সালে পাস করা ৯জন মেয়েসহ ২৪জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন সনদ প্রদান করা হয়।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান মোহাম্মদ আইয়ুব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাজুয়েটদের মাঝে পদক ও সনদপত্র বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডক্টর এএইচএম সাইফুল্লাহ সাদী।
অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রিয়াদ (ইংলিশ শাখা)র পরিচালনা কমিটির সদস্য ডাক্তার একেএম গোলাম হাসনাইন সোহান, মিজানুর রহমান, মোহাম্মদ মাইনুদ্দিন মজুমদার, সুলতান মোহাম্মদ গিয়াস উদ্দিন, স্কুলের কম্পিউটার বিভাগের প্রধান মশিউর রহমান এবং ইংরেজী শিক্ষক শাইলা রেজাসহ রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উর্ধতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
বৃটিশ কারিকুলামে আইজিসিএসই ক্যামব্রিজ এবং ইডেক্সেল (লন্ডন) অধীনে এ লেবেল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ১২জনকে গোল্ড, ৬জনকে সিলভার এবং ৯জন শিক্ষার্থিকে ব্রোঞ্চ পদক এবং সনদ পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃক্তায় মোহাম্মদ আইয়ুব, গ্রাজুয়েশন প্রাপ্ত্র শিক্ষার্থীদেরকে অভিনন্দন এবং সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য স্কুল পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডক্টর এএইচএ সাইফুল্লাহ সাদী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই দিনটি স্কুলের পুঞ্জিকায় মাইলফলক হয়ে থাকবে।তিনি আরও বলেন, অনুষ্ঠানটি সফল আয়োজনের জন্য সর্বশক্তিমান আল্লাহ প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনুষ্ঠানের প্রধান অতিথিসহ এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানের শুরু স্বাগত বক্তব্যে স্কুলের প্রিন্সিপ্যাল করিম রেজা গ্রাজুয়েট প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের গর্বিত অভিবাবকদের অভিনন্দন জানান। সেই সাথে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আগত সকল অতিথিদের ধন্যবাদ জানান।
স্কুলের শিক্ষার্থী রহমান মির্জা এবং শেখ সাদিয়ার উপস্থাপনার গ্র্যাজুয়েট প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সামিহা সাবরিন, মোহাম্মদ নবী আলম এবং নাহিয়ান ইবনে এরশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *