গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাবাগান বাজার এলাকায় আগুনে পুড়ে গেছে ৬টি দোকান।
সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
চাবাগান বাজার ব্যবসায়ীরা জানান, কালিয়াকৈর উপজেলার চাবাগান বাজারে নুরুল আমিনের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে নুরুল আমিনের কনফেকশনারি, শহিদুল ইসলামের মুদি দোকান, শাকিল হোসেনের কম্পিউটারের দোকান, আবুল হোসেনের কনফেকশনারি, কবির হোসেন কনফেকশনারি ও এমারত হোসেনের টিভি ফ্রিজের শোরুমসহ ৬টি দোকান পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।