মোদিকে ঢাকায় না আসার পরামর্শ কাদের সিদ্দিকীর

Slider সারাবিশ্ব

66311_modi

 অনির্বাচিত কোন সরকারের আমন্ত্রণে ঢাকা সফরে না আসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। আজ দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, অভিজিত হত্যাকান্ডের সময় সাত আট হাত দুরে দুই পুলিশ দাঁড়িয়ে ছিল। তারপরও তাকে হত্যা করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও শঙ্কিত। কারণ তার আশপাশে কিছু ‘শয়তান’ আছে। তারা তার ক্ষতি করতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অনির্বাচিত’ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ঢাকা সফরে না আসার পরামর্শ দিয়ে বলেন, এ অবস্থায় তিনি সফরে এরে মালার পরিবর্তে জ্বালা পাবেন। মোদি বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় নেতা। আর বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের ১৫৪জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছেন। এ অবস্থায় তিনি বাংলাদেশে এলে অভ্যর্থনার পরিবর্তে নিন্দা পাবেন। তিনি জানান, আগামী রোববার সংলাপ ও সমঝোতার দাবিতে তার অবস্থান কর্মসূচির ৪০ দিন পুর্ন হবে। এদিন দলের সব নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা হবে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন তিনি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান।
সংবাদ সম্মেলনে স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *