প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করে আপনি ইতিহাসের অংশ হতে পারেন। আপনি ভয় পাবেন না, আপনার কিছু হবে না। শুধু একটা মামলা হবে, সেটা হলো অপচয়ের।’
‘আমি জানি না, আপনি কোনো দুর্নীতি করেছেন কিনা। তবে এতটুকু বলব, খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় হয়েছে, সেটা আপনার সঙ্গে হবে না। যদি হয়, তাহলে আমি আপনার পাশেই দাঁড়াব।’
শুক্রবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপিকে এখনই আন্দোলনে নামার আহ্বান জানিয়ে দলটির উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এখন থেকেই রাজপথে আন্দোলন শুরু করুন। দলীয় সরকারকে হটাব, নির্বাচন করব। এই হোক আপনাদের স্লোগান। এখন থেকেই আন্দোলন করুন, আমাদের পাশে পাবেন।’
এ সময় সরকারের ওপর ভারতের প্রভাব রয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘প্রথমবার প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যখন ক্ষমতায় এসেছিলেন, তখন নিয়ম ছিল সপ্তাহে একদিন যে কেউ তার সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু এখন তিনি সাধারণ মানুষ তো দূরের কথা দলের কারো সঙ্গেও দেখা করেন না। পর্দার আড়ালে থেকে তিনি সব করেন। এত দিন অজুহাত ছিল করোনা। এখন তো করোনা নেই। এখন উনি বের হচ্ছেন না কেন? ওনাকে যা লিখে দেওয়া হয়, উনি সেটাই বলেন।’
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ কিছু হলেই বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। মামলা দিয়ে প্রতিপক্ষকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। আজ বঙ্গবন্ধুর কথা শুনি না, কিন্তু তাকে পূজা করি।’
সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার কথা উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, ‘ফেলানী দিয়েই শেষ হয়নি, প্রতিদিন তারা দু-একজন বাংলাদেশিকে হত্যা করে। তাহলে তারা আমাদের কেমন বন্ধু।’