বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বে মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত শিল্পীরা প্রথম দফায় শপথ নেননি। মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত অঞ্জনা গতকাল বুধবার শপথ নিয়েছেন নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে। তবে এখনো মিশা-জায়েদ প্যানেলের অনেকেই শপথ নেননি। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেছেন, ’যারা এখনো শপথ নেননি, আমি আশা করবো তারা শপথ নিতে আসবেন।’
তিনি আরও বলেন, ’আমরা এখনো কার্যনির্বাহী পরিষদের কোনো সভা করিনি, আশা করছি, সাত দিনের মধ্যে সেটা অনুষ্ঠিত হবে। নির্বাচিতদের কাছে সভায় উপস্থিত থাকার জন্য দাওয়াত দেয়া হবে। কেউ যদি সমিতিকে না জানিয়ে পরপর তিনটি সভায় উপস্থিত না থাকে তাহলে আপনা-আপনি তার কার্যকরী পরিষদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।’
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে জয়ী হন অভিনেতা জায়েদ খান। কিন্তু নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলে একই পদে শপথ গ্রহণ করেন জায়েদের প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন জায়েদ। তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছেন।