ভারতে হিজাব বিতর্ককে আরও উস্কে দিলেন রাজ্যটির কংগ্রেস বিধায়ক জমির আহমেদ। তার দাবি, ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি কারণ বেশির ভাগ নারীরা হিজাব পরেন না।
রবিবার সংবাদ সংস্থা এএনআইকে জমির আহমেদ বলেন, ‘‘ইসলাম ধর্মে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়। ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর কারণ, অনেক নারী হিজাব পরেন না। হিজাব পরা বাধ্যতামূলক নয়। যারা নিজেদের রক্ষা করতে চান, তারা হিজাব পরেন। যে মহিলা নিজের সৌন্দর্য দেখাতে চান না তিনি হিজাব পরেন। এটা বহু পুরনো রীতি।’’
প্রসঙ্গত, কর্নাটকে উদুপি-তে মুসলমান ছাত্রীরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন না, এমন নোটিস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অন্য দিকে, কর্নাটকের স্কুল-কলেজের সেই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। উদুপি-র সরকারি কলেজে ৬ ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন। এর পর কর্নাটকের স্কুল-কলেজে ছড়িয়ে পড়ে এই আন্দোলন।