গ্রাম বাংলা ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বৈঠককে ‘হাস্যকর’ ও নালিশ দেওয়ার বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ মন্তব্য করেন তিনি।
জয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “খালেদা জিয়া যখন বাংলাদেশে সফররত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর কাছে নালিশের জন্য ছুটে যান তখন ব্যাপারটা আমার কাছে সত্যিই হাস্যকর লাগে।”
তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া এবং বিএনপি আমাদের বিরুদ্ধে কখনোই এন্টি-ভারতীয় কার্ড খেলা বন্ধ করেনি। তবুও এখানে তিনি নিদারুণভাবে আমাদের অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে ভারতকে জড়িত করার চেষ্টা করছেন।