ঢাকা: সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনী হত্যার এক দশক পূর্ণ হচ্ছে শুক্রবার (১১ ফেব্রুয়ারি)। এক দশকেও হত্যার বিচার না হওয়ার প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ফেব্রুয়ারি ২০১২ সালে আমাদের প্রিয় দুই সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনী নির্মমভাবে খুন হন।
এক দশক পেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত হত্যাকারীদের এখনো শনাক্ত ও গ্রেফতার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজ আজও সোচ্চার। প্রিয় দুই সদস্য হত্যার বিচারের দাবিতে এবার ডিআরইউ তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার রাত ১০টায় ডিআরইউ চত্বরে মোমবাতি প্রজ্বলন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ এবং রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজে স্মারকলিপি পেশ।