সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
গতকাল বুধবার রাতে কড়া নিরাপত্তায় একটি প্রিজনভ্যানে করে তাদের আনা হয়। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত সেলেই তাদের রাখা হবে।
মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতকে গত ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। আদালতের ওই রায়ে ছয়জনের যাবজ্জীবন ও সাতজনের বেকসুর খালাস দেওয়া হয়।
গত ৫ ফেব্রুয়ারি কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে আনা হয় চট্টগ্রাম কারাগারে। সেখান থেকে বুধবার রাতে আনা হলো কাশিমপুর কেন্দ্রীয় করাগারে।