রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা।
সোমবার (০২ মার্চ) রাত সোয়া ৯টার দিকে নগরের উপশহরের তিন নম্বর সেক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
খায়রুজ্জামান লিটন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে তার স্ত্রী শাহীন আকতার রেনি ও দুই মেয়ে রয়েছেন।
তাদের বরাত দিয়ে তিনি বলেন, বাড়ির সদস্যরা সবাই খাবার টেবিলে ছিলেন। রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে চড়ে তার শয়ন কক্ষের দিকে ছুড়ে একটি কককেল নিক্ষেপ করে। ককটেলটি বাড়ির দ্বিতীয় তলার বারান্দায় জানালার কাঁচের ওপর বিস্ফোরিত হয়।
বিকট শব্দে বিস্ফোরণের পর জানালার কিছু অংশ ভেঙে যায়। এ সময় বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রতিবেশী ও দলীয় নেতাকর্মীরা ছুটে যান ঘটনাস্থলে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ককটেল নিক্ষেপ করেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ উপশহর ও আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা একই এলাকায় অবস্থিত রাসিক বর্তমান মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় ইটপাটকেল ছুড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।