ঢাকা: রাজধানীর বিজয়নগর এলাকায় দুইটি প্রাইভেট কারে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধ-হরতাল সমর্থকরা।
সোমবার (০২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কমকর্তা এনায়েতুর রহিম
তিনি জানান, বিজয়নগর এলাকায় দুটি চলন্ত প্রাইভেট কারে আকস্মিকভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এতে কোনো আহত হওয়ার ঘটনা ঘটেছে কিনা তা জানাতে পারেন নি এনায়েতুর রহিম।