করোনায় মৃত্যু থামছে না ময়মনসিংহে

Slider জাতীয়

ময়মনসিংহে করোনায় মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১২ দিনে জেলায় ৪৪ জন মারা গেছেন।
করোনায় মৃত্যু থামছে না ময়মনসিংহে
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল খালেক (৮৪), গাজীপুর সদর উপজেলার ওয়াহাব (৫০)।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৯৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৯৮ জনের মধ্যে ৫৬ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

এদিকে করোনা প্রতিরোধে ময়মনসিংহে টিকাদান কর্মসূচি চালু রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *