বরগুনার পাথরঘাটার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে বাকিদের সন্ধান এখনো অব্যাহত রয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন-বাগেরহাট জেলার চিতলমারীর মামুন (৩০) ও পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার জানখালী গ্রামের ইসমাইল (৪০)। এর আগে, শুক্রবার ঝড়ে বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে বয়ার নিকট ডুবে যায় মাছ ধরার ওই ট্রলার।
জানা যায়, নিখোঁজ জেলেদের মধ্যে দু’জনের মরদেহ জেলেদের জালে আটকা পড়ে। পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহ দুটি কোস্টগার্ড মংলা ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী মোস্তফা বলেন, বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের সন্ধান অব্যাহত রাখা হয়েছে। তবে নিখোঁজদের মধ্যে শনিবার সন্ধ্যায় দু’জনের মরদেহ জেলেদের জালে আটকা পড়ে। পরে বিষয়টি কোস্টগার্ড মংলা ক্যাম্পে অবহিত করা হয়।