মমেকে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৬

Slider জাতীয়


ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের মূখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তাসলিমা আক্তার (২১) ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শহিদ মিয়া (৫০)।

মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন ৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৮৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৫৮ জনের করোনা পজেটিভ। এছাড়াও হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৪৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *