খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৪৩ জন। এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিভাগে পাঁচজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মারা যাওয়াদের মধ্যে সাতক্ষীরা ও ঝিনাইদহে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও বলা হয়, করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট একলাখ ২৪ হাজার ২৭০ জন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন একলাখ ১০ হাজার ১৬৭ জন। আর মারা গেছেন তিন হাজার ২২২ জন।