যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

Slider জাতীয়

PM_825527945

কক্সবাজার (রামু): সংবিধান ও গণতন্ত্র রক্ষায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (০১ মার্চ) সকালে কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে রামু সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও ১০ পদাতিক ডিভিশনের জিউসি মেজর জেনারেল আতাউল এএইচ হাসান।

পরে তাকে কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিশতি।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের, লে. কর্নেল মাজহারুল আল-কবির ও সরকারের সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরাও অংশ নিয়েছেন।

অনুষ্ঠান শেষে রামু থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *