বান্দরবানের আলীকদম উপজেলায় একটি বসতবাড়িতে আগুন লেগে ২ ব্যক্তি নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন। বুধবার রাতে আলীকদম উপজেলার কলার ঝিরি লাংড়ি মুরংপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে রেংনং ম্রো (৩৬), রিংরাও ম্রো (৩২) ও মেনরাই ম্রো (৪২) ঘরে ঢুকে কুপি বাতি না নিভিয়ে ঘুমিয়ে যান। রাতের কোনো এক সময় কুপি বাতি পড়ে গিয়ে আগুন লেগে গিয়ে তাদের ঘর ও শরীর পুড়ে যায়।
আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ৩ জন ব্যক্তিকেই আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রেংনং ম্রো ও রিংরাও ম্রো’র শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়ে মারা যান। তবে মেনরাই ম্রোকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।