বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ফল মেনে নেননি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সদ্য সভাপতি নির্বাচিত ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমে বলেছেন, ‘গতকাল রাতেই আমরা ভেবেছিলাম ভোটে কারচুপি হবে। অবশেষে তাই হলো। ২৬টা ভোট বাতিল হয়েছে যার মধ্যে ১৬টা ভোটই নিপুণের। এই ভোটগুলো কেন বাতিল হলো তা আমাদের জানানো হয়নি। নিপুণ জায়েদের সঙ্গে হেরেছে মাত্র ১৩ ভোটে। ঐ ১৬টা ভোট বাতিল না হলে নিপুণই হতো সাধারণ সম্পাদক।’
তিনি বলেন, ‘আমার কাছে নির্বাচন পাতানো খেলা মনে হয়েছে। চলচ্চিত্রের ১৮ সংগঠনের ১৭ সংগঠনই এফডিসি ঢুকতে পারেনি। গুণী পরিচালকরাও এফডিসির গেটে এসে অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা। তাতেও একটা পক্ষের মন গলেনি। আমি এই সব নোংরামি পছন্দ করি না কখনো। আমার বিশ্বাস আপিল বোর্ড সততার সঙ্গে তাদের কাজ করবেন। সঠিক ফলাফল প্রকাশ করবেন।’