নারায়ণগঞ্জে যারা এখনো টিকা নিতে পারেননি তাদের দ্রুত টিকার আওতায় আনতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ টিকাদান কার্যক্রম।
শনিবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়া হলের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এ সময় ডিসি বলেন, কোভিড -১৯ প্রতিরোধে ভ্রাম্যমাণ ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করেছি আমরা। নারায়ণগঞ্জ একটি ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ায় এখানকার শ্রমিক, রিকশাওয়ালা, গাড়ির ড্রাইভার, পথচারীসহ অনেকেই টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারেননি বা নিতে আগ্রহ দেখান না। তাদের কথা মাথায় রেখে আমাদের এই নতুন উদ্যোগ।