রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা গুলিতে নিহত

Slider সারাবিশ্ব

Boris_Nemtsovbg_533921580

ঢাকা: দুবৃর্ত্তদের গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বোরিস নেমতসভ।

শনিবার মস্কোতে ক্রেমলিন ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একটি সাদা কার থেকে একদল ব্যক্তি হঠাৎ নেমে পিস্তল দিয়ে নেমতসভের পেছন দিক থেকে গুলি করে। এরপর তারা পালিয়ে যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিন্দা ও গভীর শোক জানিয়েছেন।

বোরিস নেমতসভ প্রেসিডেন্ট পুতিনের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সময় তিনি পুতিনের সমালোচনা করতেন।

উল্লেখ্য, ১৯৯০ দশকে প্রেসিডেন্ট বোরিস ইয়েলতসিন’র সময় রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর ছিলেন নেমতসভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *