গাজীপুর: মহানগরের চান্দনা এলাকায় জামায়াত নেতার ছোট ভাই এক শিবির কর্মী
নিজেদের বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন। পুলিশ আহত অবস্থায়
তাকে আটক করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করেছে।
শনিবার(২৮ ফেব্রুযারী) সকাল সাড়ে ৯টায় গাজীপুর মহানগরের মধ্য চান্দনা
গ্রামে ওই ঘটনা ঘটে।
আহতদের নাম আব্দুল আলিম(৩২)। পিতার নাম জমির উদ্দিন। বাড়ি গাজীপুর
মহানগরের মধ্যপাড়া গ্রামে।
আলিমের বড় ভাই জামায়াত নেতা আব্দুল্লাহ আল বসির আহমেদ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ নং ওয়ার্ডে কাউন্সিরল পদে জামায়াতের প্রার্থী
হিসেবে নির্বচান করে পরাজিত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলিম তার বড় ভাই বসির আহমেদের ভাড়া দেয়া বাসার একটি রুম ব্যবহার করে বোমা বানাতো। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে
বোমা বানাতে গিয়ে একটি বোমা বিস্ফোরণ হলে তিনি আহত হন। বিস্ফোরিত বোমার স্প্রিন্টার ঘটনাস্থল বাড়ি ও পাশে পুকুরে দোয়া আকারে দৃশ্যমান হয়। েএতে
স্থাণীয় জনতা জমায়েত হওয়ায় আলিম পালাতে পারেননি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আলিমকে আটক করে হাসপাতালে আনে। এসময় পুলিশ
ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল হাসান জানান, আলিম শিবিরের বড় ক্যাডার। তাকে বোমা বানানো অবস্থায় আটক করা হয়েছে। নিজের বোমার বিস্ফোরণে আহত হওয়ার কারণে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।