মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু। বুধবার (২৬ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
সস্ত্রীক করোনা আক্রান্ত বিএনপি নেতা আমীর খসরু
বুধবার (২৬ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় তারা করোনা পরীক্ষার ফলাফল পেয়েছেন। দুজনেই চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তারা দুজনই ভালো আছেন।
পরিবার ও দলের পক্ষ থেকে তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম করোনামুক্ত হন। গত বুধবার তারা করোনা টেস্ট করলে ফলাফল নেগেটিভ আসে। তারা দুজনেই ভালো আছেন।
গত ১১ জানুয়ারি মির্জা ফখরুল ও রাহাত আরা বেগমের কোভিড ধরা পড়ে। উত্তরার বাসায় আইসোলেশনে থেকেই তারা চিকিৎসা নেন। স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান রাব্বানী তত্ত্বাবধায়নে তাদের চিকিৎসা করানো হয়।