উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা থেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অভিমুখে ডাকে লংমার্চ হচ্ছে না। বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কথা জানান ‘বিবেকবান নাগরিক সমাজ’র পক্ষে কবি ও লেখক রাখাল রাহা।
এর আগে গত ১৬ জানুয়ারি বিকেলে তিন দফা দাবি আদায়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ উপাচার্যকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে জোড়াল আন্দোলন শুরু হয়। উপাচার্যের পদত্যাগের দাবিতে ১৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে তার বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন ২৪ জন শিক্ষার্থী। ৭ দিন পর অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা ২২ মিনিটে পানি পান করে তারা অনশন ভাঙেন। তবে অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।