গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলা গ্রাম বাংলা শিক্ষা

3
গ্রাম বাংলা ডেস্ক
ঢাকা: ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমী ও ইকবাল সিদ্দিকী স্কুলের আন্তঃ হাউজ ফুটবল টুর্নামেন্ট ২০১৪ এর চূড়ান্ত খেলা শনিবার অনুষ্ঠিত হয়।

নয়নপুর মাঠে আয়োজিত টুর্নামেন্টে মাধ্যমিক স্তরে চ্যাম্পিয়ন হয় দুরন্ত হাউজ এবং রানার আপ হয় দিগন্ত হাউজ। প্রাথমিক স্তরে চ্যাম্পিয়ন হয় দুর্জয় হাউজ এবং রানার আপ হয় দুর্বার হাউজ।
মাধ্যমিক স্তরে দশম শ্রেণির আবু হানিফ এবং প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণির অনিক হোসাইন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সাংবাদিক ও শিক্ষাবিদ ইকবাল সিদ্দিকী। মাঠের চারদিকে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-আভিভাবক ও এলাকাবাশীর টানটান উত্তেজনায় টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

শিক্ষকদের প্রীতি ম্যাচ
কচি-কাঁচা একাডেমী বনাম ইকবাল সিদ্দিকী স্কুলের শিক্ষকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে উভয় স্কুল ১টি করে গোল করে। খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হন সিনিয়র সহকারী শিক্ষক এস এম মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *