শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হয়েছেন। ‘আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণ হবে’ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের এই নিশ্চয়তা দেয়ার প্রেক্ষিতে অনশন ভাঙবেন শিক্ষার্থীরা। হাসপাতালে চিকিৎসারত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে জাফর ইকবালের উপস্থিতিতে অনশন ভাঙবেন তারা।
জানা যায়, বুধবার ভোরে অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক আন্দোলনরত শিক্ষার্থীদের দেখতে আসেন।
এ সময় আন্দোলনত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, উচ্চ পর্যায়ে তার আলোচনা হয়েছে। তাদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়েছেন। এ কারণেই তিনি ক্যাম্পাসে ছুটে এসেছেন। অনশন না ভাঙিয়ে তিনি যাবেন না। তার অনুরোধে অবশেষে অনশন ভাঙছেন শিক্ষার্থীরা।