পুলিশের গুলিতে দিনাজপুরের চিরিরবন্দরে রেজওয়ান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আসামি ধরতে গেলে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ পুলিশসহ কমপক্ষে আহত হয়েছে আরও ৫ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, শুক্রবার অগ্নিসংযোগ মামলার আসামি স্থানীয় বিএনপি নেতা হবিবর রহমানকে গেপ্তার করে চিরিরবন্দর থানা পুলিশ। এ সময় হবিবর রহমানের বাড়ী’র লোকজন ও এলাকাবাসী দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশের এএসআই মোস্তাফিজ, কনষ্টেবল হাবিবুল্লাহ ও জাহাঙ্গীর আহত হন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এ সংঘর্ষে কেউ নিহত হয়েছে কি না সেটি তার জানা নেই। আহত পুলিশে কনেষ্টবল হাবিবুল্লাহ ও নিহত রেজওয়ানের ভাই হায়দার আলী(২৫)কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।