আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ফোনালাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার কথা বলেছিলেন। সেই লাশটি গতকাল (বৃহস্পতিবার) পড়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মান্না-খোকার ফোনালাপের প্রথম লাশ এই অভিজিৎ। আজ দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের পূর্ব নির্ধারিত এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নাসিম বলেন, ধর্মান্ধ ও একাত্তরের পরাজিত শক্তি যে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িত এতে কোন সন্দেহ নেই। এই ধরনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা শুধু একাত্তরের ঘাতকদের রক্ষাই নয়, যুদ্ধাপরাধীদের বিচারও বানচাল করতে চায়। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে হবে। তিনি বলেন, অসাংবিধানিক পথে ক্ষমতায় যাওয়ার যে চক্রান্ত চলছে তার মুখোশ আজ উন্মোচিত হয়ে গেছে। কিন্তু আমরা গণতান্ত্রিক পথে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করি। কোনভাবেই বিশ্বাস করি না যে, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক শক্তি ক্ষমতার পরিবর্তন ঘটাবে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রতিদিন খালেদার মুখোশ উন্মোচিত হচ্ছে। তিনি আইন-আদালত, পরীক্ষা, ইজতেমা কিছুই মানেন না। তিনি এখন জঙ্গিদের নেত্রীতে পরিণত হয়েছেন। একজন হতাশাগ্রস্থ নেত্রী নিজের রাজনৈতিক ভুল থেকে একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছেন। হরতাল অবরোধের নামে তিনি যা করছেন তাতে গণতান্ত্রিক আন্দোলনকেই তিনি ধ্বংস করেছেন। নাসিম বলেন, যারা অসাংবিধানিক পথে ক্ষমতায় যেতে চায় সে যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এর আগে ধানমন্ডি কার্যালয়ে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. নূহ-উল-আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিষ্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
এই বিভাগের সর্বাধিক পঠিত