জাবির ১১৪ কোটি ৬৫ লাখ টাকার বাজেট

অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা জাতীয় ঢাকা শিক্ষা

ju-un_53563
জাবি প্রতিনিধি
গ্রাম বাংলা নিউজ২৪.কম
সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ১১৪ কোটি ৬৫ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের এ বাজেট পেশ করেন।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বাজেট অধিবেশনে মূল বাজেট পেশ করার আগে ২০১৩-১৪ অর্থ বছরের ১০৪ কোটি ১৫ লাখ টাকার সংশোধিত বাজেট পেশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ২০১৩-১৪ সালের জন্য ১১৬ কোটি ৬১ লাখ টাকার সংশোধিত এবং ২০১৪-১৫ সালের জন্য ১১৫ কোটি ৭৬ লাখ টাকা পেশ করা হলে তার বিপরীতে সংশোধিত বাজেটে ১০৪ কোটি ১৫ লাখ টাকা এবং মূল বাজেটে ১১৪ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

ফলে এবারের সংশোধিত বাজেটে মোট ২১ কোটি ৮ লাখ টাকা এবং মূল বাজেটে ২২ কোটি ১৯ লাখ টাকা ঘাটতি দেখানো হয়েছে। এ বছরের প্রস্তাবিত বাজেটে ইউজিসি থেকে ১০২ কোটি ৬৫ লাখ টাকা এবং নিজস্ব উৎস থেকে ১২ কোটি টাকা আয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সভাপতির বক্তব্য বলেন, ‘একটি কঠিন পরিস্থিতিতে আমি এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেই সবাইকে নিয়ে কাজ এগিয়ে নেয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিলাম।’ এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার আন্তরিক প্রচেষ্টায় আগামী দিনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয় গড়ার প্রত্যয় করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *