বিচ্ছেদের জল্পনায় দাড়ি টেনে কন্যা সন্তানের মা হলেন বলিউড তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিন্দকদের মুখ বন্ধ করে খুশির খবর শোনালেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। মধ্যরাতে নিজেদের ইনস্টাগ্রামে মা হওয়ার খবর দিয়েছেন এই তারকা দম্পতি।
জানা গেছে, সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন এই তারকা দম্পতি। পাশাপাশি সন্তানের জন্য সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন। একই সঙ্গে অনুরোধ, আপাতত তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখানো যেন বন্ধ করেন সবাই।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তারকা দম্পতির কন্যা সন্তান হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। যদিও প্রিয়াঙ্কা এবং নিক জোনাস বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি।
তারকা দম্পতি তাদের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সারোগেট পদ্ধতিতে আমাদের সন্তানকে স্বাগত জানিয়েছি। একই সঙ্গে এই বিষয়ে তারা গোপনীয়তা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।