মোঃ জাকারিয়া/ ইসমাইল হোসেন, গাজীপুর: গাজীপুর জেলায় গত ২ ঘন্টায় ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। রেডজোন এই জেলায় আগের ২ ঘন্টায় আক্রান্ত ছিল ৭৯জন।
আজ বৃহসপতিবার বেলা ১২টার দিকে গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় গাজীপুরে নতুনভাবে মোট ১২৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৫৫১জন। এর মধ্যে সদরে ১৫ হাজার ৫৭৭, শ্রীপুরে ৩ হাজার ২৪৮, কাপাসিয়ায় ২হাজার ৪৮০, কালিয়াকৈরে ২হাজার ৩৯০ ও কালিগঞ্জে ১ হাজার ৮৫৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই জেলায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৫০৬জনের।