আমার কর্মীদের বিনা অপরাধে জেলে নেয়া হয়েছে। তাদের জামিন দেয়া হচ্ছে না। আমাকে কারাগারে নিয়ে তাদের মুক্তি দেয়া হোক বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী এডভোকেট তৈমূর আলম খন্দকার।
আজ মঙ্গলবার জেলা কারাগারের বাইরে থাকা কারাবন্দিদের স্বজনদের সঙ্গে কথা বলেন তৈমূর। তাদের জামিনের ব্যাপারে আশ্বস্ত করেন এবং প্রত্যককে কারাগারে টাকা প্রদান করেন। এসময় তৈমূর সাংবাদিকদের বলেন, আমি আজ এখানে এসে জানতে পারলাম আমার আরেক কর্মী প্রচারণার মিছিল শেষ করে বাড়ি ফিরে গ্রেপ্তার হয়েছে। পরিবারকে মুখ না খুলতে ভয়ভীতি দেখানো হয়েছিল। আমার প্রতিটি কর্মীর বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। তাদের গ্রেপ্তার করেছে।
আমার বাড়ির কর্মচারীদের গ্রেপ্তার করা হয়েছে।
ইভিএম’র বিষয়ে তিনি বলেন, ইভিএম কোনো চুরি নয়, এটি ডাকাতি। সব দলের সিদ্ধান্তই সঠিক, এই ইভিএমে কোনো নির্বাচনে যেন কেউ অংশ না নেয়। ইভিএম ডিজিটাল ডাকাতির বাক্স বলে মন্তব্য করেন তৈমূর।