করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সর্বোচ্চ আদালতে আবারও ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার পক্ষে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন)। তবে এক্ষেত্রে আগাম জামিন শুনানির সুযোগ রাখা এবং আদালতের পূর্ণঘণ্টা ব্যবহারের দাবি জানানো হয়েছে।
এ প্রসঙ্গে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, আপনারা জানেন বর্তমানে করোনা পরিস্থিতির বিস্তার ঘটছে। আমাদের অনেকজন বিচারপতি, অনেক আইনজীবী আক্রান্ত হয়েছেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল সাহেবও আক্রান্ত হয়েছেন। সমিতির অনেক সদস্য আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি আজকে বলেছেন, আমাদের ভার্চুয়ালি যেতে হবে। এক্ষেত্রে সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করেছেন তিনি।