রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুইটি হলে চারজন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ছাত্রী ও একজন ছাত্র। আক্রান্ত শিক্ষার্থীরা সুস্থ আছেন।
সোমবার এসব তথ্য জানিয়েছেন রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রবিউল আওয়াল।
তিনি বলেন, এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিজ নিজ হলে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল রাতে করোনায় আক্রান্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। আজ ছাত্রীরা যাবেন। পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। সবাই সুস্থ আছেন।
আক্রান্ত ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল হামিদ হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্রীরা দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী।