বিপিএল: আজ বায়োবাবলে প্রবেশ করবে দলগুলো

খেলা

এদিকে, নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা ক্রিকেটাররা এখনও যোগ দেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে। বিপিএলের শুরুর দু’একটি ম্যাচে তারা বিশ্রামে থাকতে পারেন বলে জানিয়েছেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে বায়োবাবলে প্রবেশ করবে দলগুলো।

সাকিব আল হাসান নাকি বড় শট খেলতে পারছিলেন না। কিন্তু, এমন সব শট দেখার পরও কি সেটা বলবে সমালোচকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে বেশ সাবলীলই মনে হলো দেশসেরা ক্রিকেটারকে।

ছুটি কাটিয়ে অনুশীলনে ফেরা সাকিব, ধীরে ধীরে ফিরে পাচ্ছেন ছন্দ। নেটে মনোযোগী সাকিব। হয়তো খেয়ালই করেননি একটু দূরে দাঁড়িয়ে তার প্র্যাকটিস সেশন পর্যবেক্ষণ করছেন স্টিভ রোডস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে বাংলাদেশে আসা জাতীয় দলের সাবেক কোচ খুঁজে ফেরেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেই জাদুকরী ছাত্রকে।

তীক্ষ্ণ দৃষ্টিতে সাকিবের সেরা ছন্দের খোঁজে প্রিয় কোচ নাজমূল আবেদীন ফাহিমও। বিপিএল দল ফরচুন বরিশালের সবচেয়ে বড় হাতিয়ার যে মিস্টার সেভেন্টি ফাইভ।

আরও পড়ুন: মুস্তাফিজ-ইমরুলদের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

পুরোদমে অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন-মুমিনুল ছাড়া কম বেশি সবাই ছিল মাঠে। জানা গেছে, স্কোয়াডের নিউজিল্যান্ড ফেরত ক্রিকেটারদের আরও কয়েকদিন ছুটি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আনুষ্ঠানিক অনুশীলন ও বায়োবাবলে প্রবেশের আগের দিন অনুশীলন সেরেছেন মিনিস্টার ঢাকার দুই তারকা মাশরাফী ও মাহমুদউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *