চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। যা গত তিন মাসে সর্বোচ্চ। এদিকে একই সময়ে জেলায় চলতি মাসে সর্বোচ্চ ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তিন মাস পর করোনায় এত মৃত্যু দেখল চট্টগ্রাম
সোমবার (১৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বছরের ৬ অক্টোবর চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছিল। সে হিসাবে তিন মাসের বেশি সময় পর এ জেলায় করোনায় সর্বোচ্চ মৃত্যু এটি।
সিভি সার্জন কার্যালয়র তথ্য অনুসারে, রোববার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩ টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭৪২ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৭৩ শতাংশ।
শনাক্তদের মধ্যে নগরের ৫৯৭ জন আর উপজেলার ১৪৫ জন রয়েছেন। উপজেলার পটিয়ায় ২৬ আর রাঙ্গুনিয়ায় ২০ জন আক্রান্ত হয়। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭১৯ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৮ জনে।