সরকারের আয়ু বেশি দিন নেই।: হান্নান শাহ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা রাজনীতি সারাবিশ্ব

48931_hannan-shah
গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ দেশে আইনের শাসন নেই মন্তব্য করে বলেছেন, কোর্ট-কাচারিকে দলীয়করণ করা হয়েছে। জনগণ আজ সঠিক বিচার পায় না। কোনো বিচারক নির্যাতিতদের অভিযোগ আমলে নিয়ে বিচার করতে চাইলে প্রধান বিচারপতি তাকে বেঞ্চ পরিবর্তন করে দেন। সরকারের আয়ু বেশি দিন নেই। গণজাগরণ হবে। রমজানের পর সরকার পতনের লাগাতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। তাতে বিদেশিদের কোনো সাহায্য লাগবে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত ‘বর্তমান সরকারের গণবিরোধী আচরণ প্রতিরোধে বিরোধী দলের করনীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয় তা রক্ষা করে না। নির্বাচনের আগে বলেছিলো ৫ জানুয়ারির সংবিধান রক্ষার নির্বাচন। তাদের নীতি বিসর্জন দিয়ে এখন বলছেন পাঁচ বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *