রোববার বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মন্টারপোল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে মনির দর্জি (৩৫), মোহাম্মদ ব্যাপারী (২৪), হায়দার খান (৪৫), সরোয়ার শেখ (৩০), রুবেল মাতুব্বর (২৫), আবু সালে (২৫), মো. ইসমাইল (১৩), সোবাহান মোল্লা (৫৫), আব্দুর রহমান (২৫) ও সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) এএইচ এম সালাউদ্দিন (৩৮) ও সদস্য অভিজিৎ দে (২২)।
পুলিশ জানায়, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিল দর্জির কর্মী-সমর্থকরা ইটেরপুল এলাকা থেকে একটি মিছিল বের ছয়না এলাকার দিকে যাচ্ছিল। এ সময় অপর মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুল আখতারের কর্মী-সমর্থকরা মিছিলে অতর্কিত হামলা চালায়। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানার ওসিসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান পাভেল বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পুলিশসহ বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। একজনের অবস্থা গুরুতর।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।