শ্রীপুর অফিস: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে যুবদলের মিছিলে হামলা হয়েছে। এতে আহত হয়েছেন ৫জন।
বৃহসপতিবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সিপিমোড় এলাকায় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, স্থানীয় কাওরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুল হক মোড়ল, সাধারণ সম্পাদক মোমিনুল কাদির মোমিন, ছাত্রদল নেতা জুয়েল রানা ও আতাউর রহমানের নেতৃত্বে যুগীর সিট সিপি মোড়ে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে মিছিল বের করে। মিছিলের শেষ পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগ লিঠি শোটা নিয়ে মিছিলে হামলা করলে বিএনপির ৫ কর্মী আহত হয়। পরে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১১০০ ঘন্টা, ফেব্রুয়ারী ২৬,২০১৫