কেন্দ্র রক্ষার জন্য আলাদা কমিটি করা হয়েছে। কেন্দ্র যেন দখল না হয় সেজন্য জনগণ পাহারা দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করারেশনের মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
বুধবার (১২ জানুয়ারি) শহরের খানপুর এলাকায় নির্বাচনী পথসভাকালে এ কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, পুলিশ নৌকার পক্ষের কাউকে গ্রেফতার করেনি। তাদের বাড়িতেও যায়নি। আমার সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়ককে গ্রেফতার করেছে। পুলিশ আমার লোকজনের বাড়ি বাড়ি যাচ্ছে। এটা দিনের আলোর মত পরিষ্কার। এরপরও যদি বলেন আমার লোকজনকে হয়রানি করা হচ্ছে না সেটা আপনারাই বিবেচনা করবেন।
তিনি আরও বলেন, জনগণ দল মত নির্বিশেষে আমার প্রচারণায় অংশ নিচ্ছে। পুলিশ প্রশাসন আমার নেতাকর্মীদের ধড়-পাকড় করছে। অনেকে পলাতক থেকেই প্রচারণায় অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনে যেন লেভেল প্লেয়িয় ফিল্ড থাকে। জনগণ যেন ভোট দিতে পারে এবং কোন ইঞ্জিনিয়ারিং যেন না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।

