করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চিত্রশিল্পী মাহমুদুল হক। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তারা বয়স হয়েছিল ৭৭ বছর।
মাহমুদুল হকের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক মোস্তাফিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাইয়ের শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আরও জটিল হয়ে যাওয়ায় গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
১৯৪৫ সালে বাগেরহাট জেলায় চিত্রশিল্পী মাহমুদুল হকের জন্ম। ১৯৬৮ সালে তিনি তৎকালীন চারু ও কারুকলা কলেজ থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১০ সালে প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক হিসেবে তিনি অবসর নেন।
বুধবার সকাল ১১টায় চারুকলা জানাজার পরে তার মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে নেয়া হবে এবং সেখানে দাফন করা হবে বলে অধ্যাপক মোস্তাফিজুল হক জানিয়েছেন।।