খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি আদেশকে বেআইনি বলে মন্তব্য করেছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আজ বুধবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে তিনি এ কথা বলেন। সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সব ধরণের আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। খন্দকার মাহবুব বলেন, আমরা আইনের যত রকম ব্যাখ্যা ছিল দিয়েছি। তারপরও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এটা আইনের পরিপন্থি। তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ জানে ৫১ দিন ধরে বেগম খালেদা জিয়া অভুক্ত, অসুস্থ ও অবরুদ্ধ অবস্থায় আছেন। আমরা বলেছি পরবর্তী তারিখ পর্যন্ত তাকে সময় দেয়া হোক। আমরা আইনের সমস্ত ব্যাখ্যা দিয়েছি। কিন্তু আদালত আমাদের কথা শোনেননি। এই আদালতের প্রতি আমাদের আস্থা নাই। আমাদের বিশ্বাস আমরা এই আদালতে ন্যায়বিচার পাব না। এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, খালেদা জিয়া গ্রেপ্তার হলে হবেন। রাজনীতি করতে হলে গ্রেপ্তার হতে হয়, এটা অস্বাভাবিক কিছু না।