নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার গ্রেপ্তারে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আজ এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির চলমান আন্দোলন নিয়ে নিউইয়র্কে অবস্থানরত দলটির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের বিষয়টি তার ব্যক্তিগত। এর প্রেক্ষিতে তাকে ‘আটকের’ বিষয়টিকে সম্পূর্ণ আইনের বিষয়। সুলতান বলেন, ‘জাতীয় ঐক্য’ প্রক্রিয়ায় অনেক দল রয়েছে। গণফোরাম, জাসদ (রব), কমিউনিস্ট পার্টি, বাসদ (খালেকুজ্জামান), নাগরিক ঐক্য ও আওয়ামী লীগের আমি। তিনি বলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ব্যক্তিগতভাবে কারও সঙ্গে ফোনে কথা বললে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। জাতীয় ঐক্যের কোন বিষয় না। তারপরও বিষয়টি আমরা আমাদের ফোরামে (জাতীয় ঐক্য) আলোচনা করব।