নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের মধ্যে রাজধানীর কলাবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। বুধবার রাত ৮ টার দিকে ভিআইপি ২৭ নম্বর পরিবহনের ওই বাসে এ হামলার ঘটনা ঘটে। এর আগে মগবাজার এলাকায় ককটেল হামলা চালানোর সময় একজনকে গণধোলাই দিয়ে রমনা থানায় সোপর্দ করেছেন পথচারীরা। এছাড়া গুলশানে একটি যাত্রীবাহী বাসে হাতবোমা নিক্ষেপ এবং ওয়ারীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ দুই ঘটনায় কেউ আহত হননি। বুধবার বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওয়ারী থানা এলাকার স্বামীবাগে আনন্দ পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-৪৭৯৫) একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে রাজধানীর গুলশান ১ নম্বর এলাকায় ‘ওয়ান লাইন পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-০৯০০) হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রাত পৌনে ৮ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুলশান থানার ডিউটি অফিসার পুলিশের এসআই নাজিম উদ্দিন হাতবোমা বিস্ফোরণের তথ্যটি নিশ্চিত করেছেন।