গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর মণ্ডলবাড়ি এলাকায় তিনটি বাসাবাড়িতে আগুন লেগে প্রায় ৩৫টি কক্ষ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, বাহাদুরপুর মণ্ডলবাড়ি এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে বাসাবাড়ির একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তেই আশপাশের আরও দুটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয় এবং তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এর মধ্যেই আগুনে ওই তিনটি বাসাবাড়ির ৩৫টি কক্ষ পুড়ে গেছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের ওইসব বাসাবাড়ির কক্ষগুলোতে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।