সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের অংশ হিসেবে পঞ্চম দফায় অনুষ্ঠিত চট্টগ্রামের ৩ তিন উপজেলার ২৪ ইউনিয়নে বিনাভোটেসহ ১৮ জন নৌকা প্রতীকে এবং ৫ জন স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। দলের প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী নির্বাচিত হওয়ায় তৃণমূলে নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা গুঞ্জন।
তবে বিভিন্ন ধাপে নির্বাচনে অংশ নেয়া বিদ্রোহীদের অনেকেই দলের ত্যাগী নেতাও রয়েছেন বলে মন্তব্য শীর্ষ নেতাদের। তাছাড়া আনোয়ারা উপজেলায় একটি ইউপিতে আইনি জটিলতায় চেয়ারম্যান পদে নির্বাচন হয়নি। গত বুধবার রাতে সর্বশেষ ভোট গণনা শেষে ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
নির্বাচনী ফলাফলে জানা যায়, বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। বিজয়ীরা হলেন- আহলা করলডেঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হামিদুল হক, আমুচিয়ায় আওয়ামী লীগের কাজল দে, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের মোহাম্মদ মোকারম, চরণদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের সামশুল আলম, শাকপুরা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল মান্নান, সারোয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগের মো. বেলাল হোসেন, পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এসএম জসিম উদ্দিন।
চন্দনাইশ উপজেলার ৭ ইউনিয়নে ৪টিতে আওয়ামী লীগে ও ৩টিতে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন- ধোপাছড়ি ইউনিয়নে নৌকার আব্দুল আলিম, হাশিমপুর ইউনিয়নে নৌকার প্রার্থী খোরশেদ বিন ইছহাক, বৈলতলি ইউনিয়নে নৌকার প্রার্থী এসএম সায়েম, কাঞ্চননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর, বরমা ইউনিয়নে বিদ্রোহী খোরশেদ আলম টিটু এবং বরকল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম।
এছাড়া উপজেলার জোয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিন আহম্মদ চৌধুরী রোকন নির্বাচিত হয়েছেন। তাছাড়া আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে নৌকা ও স্বতন্ত্র বিজয়ীরা হলেন বারশত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এমএ কাইয়ুম শাহ, বরুমচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, আনোয়ারা সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার দেব, পরৈকোড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কলিম উদ্দিন, রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিন শরীফ, বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল জয়ী হয়েছেন। এ উপজেলার বটতলী ইউপিতে আইনি জটিলতায় চেয়ারম্যান নির্বাচন স্থগিত হয়।