যশোর: যশোরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ডলার (২৬) নামে এলাকার চিহ্নিত এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ডলার জেলা শহরের শংকরপুর আশ্রমরোড এলাকার মোসলেম ওরফে মাথামোটা মোসলেমের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ গণি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে ডলারসহ একদল সন্ত্রাসী শহরের বেজপাড়া আনছার ক্যাম্পের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও ডলার জনতার হাতে ধরা পড়েন। পরে তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা ডলারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ডলারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ সাতটি মামলা রয়েছে। এর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত। এতোদিন আত্মগোপনে থেকে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন তিনি।