মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ২নং কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ৫নং পুরুষ বুথে আওয়ামী লীগের দুই পোলিং এজেন্ট ভোটারদের নৌকার পক্ষে ভোট প্রয়োগে বাধ্য করায় উত্তেজনার সৃষ্টি হয়। কিছু সময় বন্ধ থাকে ওই বুথের ভোটগ্রহণ কার্যক্রম। খবর পেয়ে অন্যান্য চেয়ারম্যান প্রার্থী ও তাদের লোকজন তাৎক্ষণিক প্রতিবাদ করেন। প্রায় আধাঘণ্টা সেখানে বিরাজ করে উত্তেজনা। পরে নৌকার পক্ষের ২ পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেন প্রিজাইডিং অফিসার আব্দুল কাদের।
সরজমিন ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতি কেন্দ্রে একজন করে পোলিং এজেন্ট থাকার কথা থাকলেও ৫নং বুথে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ও আরিফ হোসেন নামের দুইজন পোলিং এজেন্ট একই বুথে অবস্থান করে নৌকার পক্ষে ভোটারদের ভোট প্রয়োগ বাধ্য করছেন। এসময় রাজার কলকাতা এলাকার একজন ভোটার ভোট প্রয়োগ করতে গেলে তাকে নৌকা মার্কা ব্যালটে সিল মারতে বাধ্য করেন ওই দুই পোলিং এজেন্ট। প্রত্যেক ভোটারকে ওই দুই পোলিং এজেন্ট নৌকার পক্ষে ভোট দিতে প্রভাব বিস্তার করার খবর অন্যান্য চেয়ারম্যান প্রার্থীর কাছে পৌঁছানোর পরপরই বর্তমান চেয়ারম্যান মোটর সাইকেলের প্রার্থী শফিক বিশ্বাস ও ঘোড়া প্রতীকের প্রার্থী মো. আখেজুদ্দিন তার কর্মী ও সমর্থক নিয়ে ছুটে আসেন। একপর্যায়ে বেধে যায় উত্তেজনা ও হাতাহাতি।