নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দেশগুলো খুব একটা সুবিধা করতে পারে না। কিন্তু বাংলাদেশ ২০১৭ সালে একবার কাঁপিয়ে দিয়েছিল কিউইদের। সেবার ওয়েলিংটনে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের ক্যারিশম্যাটিক সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৯৫ রানে ইনিংস ঘোষণার পরও দ্বিতীয় ইনিংসে ১৬০ রানে গুটিয়ে যায়। তারপর আশায় গুঁড়েবালি। হারতে হয় বড় ব্যবধানে।
তবে এবার আর আশাহত হতে হলো না বাংলাদেশকে। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ইতিহাস গড়লেন টাইগাররা। প্রথম ইনিংসে ১৩০ রানের লিড আর নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট করে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রান। সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুমিনুল-মুশফিকরা। এর ফলে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে টেস্টে প্রথম জয়তো বটেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ পেল প্রথম জয়।